shartnewsbd@gmail.com সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

দ্রুত পাইওনিয়ার ফুটবল লিগ চালুর দাবিতে বুধবার প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৪ আগষ্ট ২০২৫ ১০:০৮ এএম

তৃণমূল ফুটবলের এই আসর মাঠে না গড়ানো নিয়ে ক্ষুব্ধ ক্লাব সংগঠক-কোচ-খেলোয়াড় রাও, চলছে সংবাদ সম্মেলন ও বিক্ষোভের প্রস্তুতি। পাইওনিয়ার ফুটবল আয়োজন করতে এখনো সক্ষম হয় নি ফুটবলের সর্বোচ্চ সংস্থা। লীগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান দায়িত্বে ব্যর্থ, ব্যর্থ বাফুফে।

পাইওনিয়ার লীগকে বাংলাদেশের ফুটবলের প্রাণ বলে ধরা হয়। এই টুর্ণামেন্ট থেকেই উঠে আসে হাজার হাজার প্রতিভাবান খেলোয়াড়, থাকে বড় দলগুলোর নজরে।
 
বর্তমান কমিটিতে পাইওনিয়ার লীগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান। গত ফেব্রুয়ারীতে জানিয়েছিলেন জুনে আয়োজিত হবে পাইওনিয়ার লীগ। কিন্তু আগস্টে চলে এলাম আমরা, এখনো কেবল প্রস্তুতি সভা/মত বিনিময় সভা- এসবের মধ্যেই আটকে আছে পাইওনিয়ার লীগ।
 
 
হামজা-সমিতের চাকচিক্যের মাঝে দেশের ফুটবলের পাইপলাইনই অবহেলার চরম শিখড়ে পৌঁছে গিয়েছে, বাফুফে কি কেবল চাকচিক্য নিয়ে পড়ে থাকবে বেসিক দায়িত্ব পালন না করে?
 
তৃণমূল ফুটবলের এই আসর মাঠে না গড়ানো নিয়ে ক্ষুব্ধ ক্লাব সংগঠক-কোচ-খেলোয়াড় রাও, চলছে সংবাদ সম্মেলন ও বিক্ষোভের প্রস্তুতি। পাইওনিয়ার ফুটবল আয়োজন করতে এখনো সক্ষম হয় নি ফুটবলের সর্বোচ্চ সংস্থা। লীগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান দায়িত্বে ব্যর্থ, ব্যর্থ বাফুফে।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর