ক্যারমে চ্যাম্পিয়ন আফসানা-রবিন
বাংলাদেশ ক্যারম ফেডারেশনের উদ্যোগে তারুণ্যের উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপনের উপলক্ষে আয়োজিত ‘জুলাই স্মৃতি ক্যারম টুর্নামেন্ট’ এর পুরুষ বিভাগে মোঃ আলী রবিন ও মহিলা বিভাগে আফসানা নাসরিন চ্যাম্পিয়ন হয়েছেণ।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ক্যারম রুমে তিন দিনব্যাপী এই টুর্নামেন্টের খেলা শেষ হয় ২ আগষ্ট। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্যারম ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ সরকারের যুগ্মসচিব জনাব এ, এফ, এম, এহতেশামুল হক (তুহিন)। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু তৈয়ব মোঃ হাসান। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি কে.জি. হুমায়ুন কবির, সহ-সভাপতি জনাব নাজমুল হাসান সুমন, যুগ্ম-সম্পাদক মাঞ্জুরুল হাসান মামুন, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম কনক, কার্যনির্বাহী সদস্য এসএম শাহজাহান চৌধুরী, মোঃ জাফরুল আহসান বাবুল, মোঃ মাহফুজুর রহমান সরকার, জেডএম গোলাম মুতাকাব্বের জাহাঙ্গীর চেঙ্গিসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আম্পায়ার, সাংবাদিক ও অংশগ্রহণকারী খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন টুর্নামেন্ট কমিটির সদস্য-সচিব জনাব মোঃ ফেরদৌস আখতার।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ টুর্নামেন্টে পুরুষ (একক)-এ চ্যম্পিয়ন হন মো. আলী রবিন ও রানার-আপ হন মো. হেমায়েত মোল্লা। তৃতীয় স্থান লাভ করেন মো. সালাহ উদ্দিন কাইজার। মহিলা (একক)-এ যথাক্রমে চ্যাম্পিয়ন হন আফসানা নাসরিন ও রানারআপ হন ফারজানা বানু শিল্পী। তৃতীয় স্থান লাভ করেন শামসুন্নাহার মাকসুদা।
এ টুর্নামেন্টে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নশীপ অর্জনকারী খেলোয়াড়কে ট্রফি, সার্টিফিকেট ও ১০,০০০/- (দশ হাজার) টাকার প্রাইজবন্ড, রানার-আপ অর্জনকারী খেলোয়াড়কে ট্রফি, সার্টিফিকেট ও ৭,০০০/- (সাত হাজার) টাকার প্রাইজবন্ড এবং ৩য় স্থান অধিকারী খেলোয়াড়কে সার্টিফিকেট ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার প্রাইজবন্ড দেয়া হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়সহ বিজয়ীদের অভিনন্দন জানান। পাশাপাশি টুর্নামেন্টের সফল ও সার্থক বাস্তবায়নে টুর্নামেন্ট কমিটি ও কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সকল আম্পায়ার ও সাংবাদিককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আগামী ডিসেম্বরে মালদ্বীপে ‘ক্যারম ওয়ার্ল্ড কাপ’অনুষ্ঠিত হবে উল্লেখ করে খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ারসহ সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। তিনি শৃঙ্খলা রক্ষা এবং পেশাদারিত্ব বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, ৮০ জনের অধিক খেলোয়াড় এই টূর্নামেন্টে অংশগ্রহণ করেন।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: