তারুণ্যের উৎসব-২০২৫
মহিলা ক্রীড়া সংস্থার র্যালি ও খেলার মহাযজ্ঞ
দেশজুড়ে ছয় মাসব্যাপী খেলাধূলা মহাযজ্ঞের আয়োজন করছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। যার অংশ হিসেবে শুক্রবার বর্ণাঢ্য এক র্যালির আয়োজন করেছে। সকাল নয়টায় ধানমন্ডির রিয়া গোপ মহিলা কমপ্লেক্স থেকে শিশু কিশোর বয়সী ছেলে মেয়েদের একটি র্যালি রবীন্দ্র সরোবর ঘুরে ফের কমপ্লেক্সে এসে শেষ হয়।
সরকার ঘোষিত তারুণ্যের উৎসবে দেশজুড়ে ছয় মাসব্যাপী খেলাধূলা মহাযজ্ঞের আয়োজন করছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। যার অংশ হিসেবে শুক্রবার বর্ণাঢ্য এক র্যালির আয়োজন করেছে। সকাল নয়টায় ধানমন্ডির রিয়া গোপ মহিলা কমপ্লেক্স থেকে শিশু কিশোর বয়সী ছেলে মেয়েদের একটি র্যালি রবীন্দ্র সরোবর ঘুরে ফের কমপ্লেক্সে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সভানেত্রী ডা. ইসমত আরা হায়দার ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদিকা প্রকৌশলী ফিরোজা করিম নেলী।
.jpeg)
৭ আগষ্ট পর্যন্ত প্লেকার্ড, ফেস্টুন ও লিফলেট বিতরনের মাধ্যমে তারুণ্যের উৎসবে সবাইকে আহ্বান জানানো হবে। ৮ আগষ্ট ঢাকায় রোলার স্কেটিং ও পরদিন চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৯ আগষ্ট ময়মনসিংহ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র্যালি, ২২ ও ২৩ আগষ্ট ঢাকায় দুই দিনব্যাপী বয়সভিত্তিক মেয়েদের সাঁতার প্রতিযোগিতা, ৫ সেপ্টেম্বর রংপুর বিভাগে রোলার স্কেটিং প্রতিযোগতা ও র্যালি, ১৯ সেপ্টেম্বর রাজশাহী বিভাগে রোলার স্কেটিং প্রতিযোগিতা ও র্যালি, ২৪ ও ২৫ অক্টোবর ঢাকায় আন্ত:জেলা ব্যাডমিন্টন, ৭ ও ৮ নভেম্বর রংপুরে টি-২০ ক্রিকেট, ১৪ ও ১৫ নভেম্বর খুলনায় এবং ২৮ ও ২৯ সিলেটে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করবে।

৫ ডিসেম্বর বরিশালের কুয়াকাটায় রোলার স্কেটিং প্রতিযোগিতা ও র্যালি, ১৯ ডিসেম্বর চট্টগ্রামের কক্সবাজারে রোলার স্কেটিং টুর্নামেন্ট ও র্যালি, ৯ ও ১০ জানুয়ারি বরিশালে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এবং ২৩ ও ২৪ জানুয়ারি চট্টগ্রাম বিভাগে টি-২০ ক্রিকেটের আয়োজন করবে সংস্থাটি।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: