shartnewsbd@gmail.com সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

বাবলু সভাপতি, সাধারণ সম্পাদক শামীম

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ২০:০৭ পিএম

দি নিউনেশন পত্রিকার ক্রীড়া সম্পাদক কামাল হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র ক্রীড়া সাংবাদিক শফিকুল ইসলাম শামীম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র ক্রীড়া সাংবাদিক জাহেদ হোসেন খোকন

 

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৭ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন দি নিউনেশন পত্রিকার ক্রীড়া সম্পাদক কামাল হোসেন বাবলু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র ক্রীড়া সাংবাদিক শফিকুল ইসলাম শামীম। এছাড়া সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র ক্রীড়া সাংবাদিক জাহেদ হোসেন খোকন।


মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামের দ্বিতীয় তলাস্থ ঢাকা মহানগরী ফুটবল লিগ কমিটির সভাকক্ষে উৎসবমূখর পরিবেশে বিএসজেসির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংগঠনের সিনিয়র সদস্য মাসুদ পারভেজ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়া চার সদস্যের নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন বিএসজেসির প্রতিষ্ঠাতা সভাপতি মনোয়ার হক, প্রতিষ্ঠাতা সদস্য নাসিমুল হাসান দোদুল ও সিনিয়র সদস্য মো. বদরুল আলম চৌধুরী। নির্বাচনে ১০ টি পদে নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন- সহ-সভাপতি: আব্দুল মুকিত রুবেল, যুগ্ম-সাধারণ সম্পাদক: জিহাদুর রহমান জিহাদ, সাংগঠনিক সম্পাদক: রকিবুল ইসলাম, অর্থ সম্পাদক: মো. মুশফিকুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য: মোহাম্মদ মাঈন উদ্দিন তারেক, মো. আনোয়ার হোসেন ও আব্দুল গফুর অরণ্য (অরণ্য গফুর)।

 

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর