shartnewsbd@gmail.com সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

এসএ গেমসে পদক জিততে মেয়েদের দীর্ঘমেয়াদী ক্যাম্প শুরু ভলিবলে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৫ আগষ্ট ২০২৫ ১৮:০৮ পিএম

সাউথ এশিয়ান (এসএ) গেমস দেশের ভলিবলের জন্য একটি হতাশাই বটে। দীর্ঘ দিন এই আসর থেকে পদক আনতে পারছেন না লাল সবুজের ভলিবল খেলোয়াড়রা। ছেলেদের হারানো সেই পদক মেয়েদের মাধ্যমে পুনরুদ্ধার করতে মাঠে নেমে পড়েছেন কর্মকর্তারা।

 দীর্ঘমেয়াদী অনুশীলন আর আন্তর্জাতিক প্রস্তুতিমূলক ম্যাচ খেলে এসএ গেমসে পদকখরা কাটাতে চান তারা। ভলিবল ফেডারেশনের সাধারন সম্পাদক বিমল ঘোষের কথা, ‘আমরা এসএ গেমসে পদক পুনরুদ্ধার করতে চাই। তাই মেয়েদেরকে নিয়ে দীর্ঘমেয়াদী প্রস্তুতি শুরু করেছি।’

এই স্বপ্নের সারথিরা আজ শুক্রবার শহিদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে রিপোর্ট করেছেন। ৩৫ জন মেয়েদের নিয়ে আজ থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে আবাসিক ক্যাম্প। রিপোর্টিংয়ে ফেডারেশনের সভাপতি ফারুক হাসান, সহসভাপতি মাসুদুল আলম, সাধারন সম্পাদক বিমল ঘোষ, যুগ্ম সম্পাদক আবদুল মুমিন সাদ্দাম দলের ম্যানেজার আমিরুল ইসলাম আপন ও ইমতিয়াজ করিম শুভ উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, বিকেএসপিতে লেভেল-৩ কোচ শফিকুল ইসলাম রাসেলের তত্ববধানে অনুশীলন করবেন মেয়েরা। এসএ গেমসের আগে দীর্ঘমেয়াদী এই অনুশীলন এবং একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের ঝালাই করার সুযোগ পাবেন খেলোয়াড়রা। বিমল ঘোষের কথা, ‘দীর্ঘ চার মাস অনুশীলনের পর ডিসেম্বরে মালদ্বীপে অনুষ্ঠেয় সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে (কাভা) খেলার সুযোগ পাবে মেয়েরা। প্রস্তুতিমূলক এই টুর্নামেন্ট তাদেরকে এসএ গেমসে পদক জিততে সহায়তা করতে পারে।’

 

বিভিন্ন সার্ভিসেস দল ও জেলা থেকে বাছাই করা হয়েছে খেলোয়াড়দের। বিশেষ করে যুব মহিলা মহিলা ভলিবল টুর্নামেন্ট এবংতারুণ্যের উৎসবের টুর্নামেন্টের থেকেই প্রাথমিকভাবে ৭৫ জন বাছাই করা হয়েছিল। সেখান থেকে ৩৫ জনকে চূড়ান্তভাবে বাছাই করে ফেডারেশন।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর