shartnewsbd@gmail.com সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

টিটির ক্যাম্পে বাছাই শুরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ আগষ্ট ২০২৫ ১৯:০৮ পিএম

ইসলামিক সলিডারিটি গেমস ও সাউথ এশিয়ান গেমসকে সামনে রেখে ক্যাম্পে থাকা খেলোয়াড়দের নিয়ে বাছাই পর্ব শুরু করেছে টেবিল টেনিস ফেডারেশন।

 আজ শুক্রবার সকাল ১০টায় শহিদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ৪ দিনব্যাপী প্রথম পর্বের বাছাই প্রক্রিয়া শুরু হয়। সিনিয়র পুরুষ বিভাগে ১৪ জন খেলোয়াড় এবং ১৬ জন নারী খেলোয়াড় রাউন্ড রবিন লীগের মাধ্যমে বাছাই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে শীর্ষ ১০ জন পুরুষ এবং ১০ জন নারী সদস্যরা পরবর্তীতে ক্যাম্প করার সুযোগ পাবে।

এই ২০ জন খেলোয়াড়রা পরবর্তীতে একাধিক সিলেকশনের মাধ্যমে নভেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি গেমস এবং জানুয়ারিতে অনুষ্ঠিতব্য এস এ গেমস এর জন্য নির্বাচিত হবে।

 

সেপ্টেম্বর বা অক্টোবরের প্রথম সপ্তাহে পরবর্তী সিলেকশনগুলো অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে ২০২৫ থেকে ৩৯ জন খেলোয়াড় নিয়ে পুরুষ ও মহিলা এবং অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা দলের জাতীয় ক্যাম্পটি শুরু হয়েছিল।

 

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর