shartnewsbd@gmail.com সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

টিটিতে এলেন ২৫ বছরের থাই কোচ পাসারা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ আগষ্ট ২০২৫ ১৬:০৮ পিএম

বয়স তার ২৫। থাইল্যান্ডের জাতীয় টিটি দলেও খেলে থাকেন। সাম্প্রতিক সময়ে কোচিং পেশাতেও বেশ নাম কামিয়েছেন। সেই প্যাটারাথ্রোর্ণ পাসারাকেই কোচ হিসাবে এনেছে টেবিল টেনিস ফেডারেশন। রোববার ঢাকায় এসে পৌঁছেন পাসারা।



বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ক্যাম্পে রয়েছেন ছয়বারের জাতীয় চ্যাম্পিয়ন খন্দকার মাহবুব বিল্লাহ। যার বয়স প্রায় পঞ্চাশ। নারী দলের অন্যতম খেলোয়াড় সোনাম সুলতানা সোমার ক্যারিয়ার প্রায় দুই দশকের। নারী-পুরুষ মিলিয়ে অনেক খেলোয়াড়ের ক্যারিয়ারই এই থাই কোচের বয়সের কাছাকাছি। এত কম বয়সী কোচ আনা ও তার অধীনে সিনিয়র খেলোয়াড়দের অনুশীলন নিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ (সনেট) বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল চাইনিজ কোচ আনা। বাজেট, ভাষাসহ নানা কারণে পারিনি। আন্তর্জাতিক অঙ্গন থেকেই এই থাই কোচের সন্ধান পাই। এশিয়ার অনেক দেশ বিশেষত ভারতীয় কর্মকর্তারা তাকে হাইলি রেট করেছে। এজন্যই তাকে আমরা বেছে নিয়েছি। আমাদের খেলোয়াড়দের অনেকের বয়স তার চেয়ে বেশি এটা ঠিক। এখানে কোচ-খেলোয়াড়ের মধ্যে বয়স বিবেচ্য বিষয় হওয়ার কথা নয়, তিনি শেখাবেন, সেটা শেখার ও রপ্ত করার মানসিকতা থাকতে হবে।’ মাত্র ২৫ বছর বয়সী এই থাই কোচের আন্তর্জাতিক টেবিল টেনিস ক্যারিয়ার খুব দীর্ঘ নয়। ২০২২ সালের এপ্রিলে তার ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং ৩১৪ নম্বরে ছিল। তখন তিনি সাউথইস্ট এশিয়ান চ্যাম্পিয়ানশিপে পুরুষ দলের হয়ে স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া ২০২৪ সালের চিং মি সার্কিট কিংস কাপে তিনি যথাক্রমে স্বর্ণ ও রুপা জেতেন।
অক্টোবরে বাহরাইনে ৩য় এশিয়ান ইয়ুথ গেমস, নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারাটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে এসএ গেমস রয়েছে। এই তিন গেমসের সামনে উন্নত প্রশিক্ষণের জন্য থাইল্যান্ড থেকে কোচ এনেছে ফেডারেশন। মাকসুদুর রহমান বলেন, ‘আপাতত দুইমাসের জন্য তাকে আনা হচ্ছে। দেখা যাক, ভাল করতে না পারলে বিদায় করে দেব। তার সঙ্গে সেভাবেই কথা হয়েছে। এছাড়া আমাদের ইচ্ছা আছে বিদেশ থেকে সহকারী কোচ বা প্র্যাকটিস পার্টনার আনার। আমাদের প্রশিক্ষণার্থীদের দেশের বাইরের একাডেমিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য পাঠানোর ইচ্ছাও রয়েছে।’

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর