পশ্চিমবঙ্গে কিকবক্সিং কোচ সর্বজিৎ চন্দ্র
সপ্তম পশ্চিমবঙ্গ স্টেট কিকবক্সিং ট্রেনিং ক্যাম্পে কোচের দায়িত্ব পালন করেন বাংলাদেশের গুরুজি সর্বজিৎ চন্দ্র সূত্রধর। ১-৪ আগষ্ট পশ্চিমবঙ্গ স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে আন্তর্জাতিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি।
সপ্তম পশ্চিমবঙ্গ স্টেট কিকবক্সিং ট্রেনিং ক্যাম্পে কোচের দায়িত্ব পালন করেন বাংলাদেশের গুরুজি সর্বজিৎ চন্দ্র সূত্রধর। ১-৪ আগষ্ট পশ্চিমবঙ্গ স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে আন্তর্জাতিক প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন পশ্চিমবঙ্গ স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ রায় ও বাংলাদেশের গুরুজি সর্বজিৎ চন্দ্র সূত্রধর। বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য, ডব্লিউ ওয়াই এফ বাংলাদেশ ইয়োাগা ফেডারেশনের প্রতিষ্ঠাতা

সাধারণ সম্পাদক এবং যামিনী একাডেমি অব মার্শাল আর্টস ও যামিনী একাডেমি অব ইয়োাগার প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সর্বজিৎ চন্দ্র। এছাড়াও তিনি ওয়ার্ল্ড ইয়োাগা ফেডারেশনের বাংলাদেশের প্রধান ইয়োগা কোচ এবং ইয়োগা কাউন্সিল অব এশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কিকবক্সিংয়ে একাধিকবার জাতীয় স্বর্ণপদক পাওয়া এবং ওয়াকো এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক পাওয়া সাবেক ক্রীড়াবিদ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: