জুলাই স্মৃতি বধির দাবা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত:
০২ আগষ্ট ২০২৫ ১৭:০৮ পিএম
তারুণ্যের উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জুলাই স্মৃতি বধির দাবা টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন।
আজ শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামস্থ বধির ক্রীড়া ফেডারেশনে অনুষ্ঠিত তিন দিনব্যাপী দাবায় প্রায় অর্ধশতাধিক বধির দাবাড়– অংশ নিচ্ছেন। খেলা উদ্বোধন করেন ফেডারেশনের সহসভাপতি লিমিয়া দেওয়ান। এ সময় ফেডারেশনের আবদুর রাজ্জাক, গাজী কামরুল হাসান, হামিদা আক্তার তাপসী, শিমুল আক্তার হাসান ও জাকির হোসেন খান প্রমুখ।
ওএফ

আপনার মূল্যবান মতামত দিন: