shartnewsbd@gmail.com সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
১ পৌষ ১৪৩২

অলিম্পিক গেমসে ক্রিকেট

কপাল পুড়তে পারে বাংলাদেশ, পাকিস্তান, উইন্ডিজ, কিউইদের

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫ ১৯:০৭ পিএম

কপাল পুড়তে পারে বাংলাদেশ, পাকিস্তান, উইন্ডিজ, নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশের।

 


দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিক গেমস। ২০২৮ সালে এই আসর বসছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। আর এই অলিম্পিক গেমসে ১২৮ বছর পর প্রত্যাবর্তন করছে ক্রিকেট। যদিও সেখানে অংশ নিতে যাওয়া ৬ দল কীভাবে বাছাই করা হবে সেটি এখন পর্যন্ত চূড়ান্ত নয়। তবে আলোচনা উঠেছে বিভিন্ন মহাদেশ থেকে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে চূড়ান্ত হবে প্রতিযোগীর দলগুলো। এমনটা ঘটলে কপাল পুড়তে পারে বাংলাদেশ, পাকিস্তান, উইন্ডিজ, নিউজিল্যান্ডসহ কয়েকটি দেশের।


ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, অলিম্পিক কমিটির পছন্দ অনুসারে আর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আঞ্চলিক বাছাই পদ্ধতি গ্রহণ করেছে। ফলে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ক্রিকেটে কারা সুযোগ পাবে তা নিশ্চিত করতে চলতি মাসে সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অলিম্পিকের জন্য আঞ্চলিক বাছাই পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী– এশিয়া, ওশেনিয়া, ইউরোপ ও আফ্রিকার সর্বোচ্চ র‌্যাঙ্কপ্রাপ্ত দলগুলো সরাসরি কোয়ালিফাই করবে, সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট্র প্রতিনিধিত্ব করবে আমেরিকান অঞ্চলকে। সেই হিসাবে আইসিসির র‌্যাঙ্কিং অনুসারে এশিয়া থেকে ভারত, ওশেনিয়া থেকে অস্ট্রেলিয়া, আফ্রিকা মহাদেশ থেকে দক্ষিণ আফ্রিকা ও ইউরোপ থেকে গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড) সরাসরি জায়গা পাবে, সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট্র (র‌্যাঙ্কিংয়ে ১৭তম)। অন্য দলটির বাছাই প্রক্রিয়া এখনও নির্ধারিত হয়নি।

 

বর্তমানে আইসিসির টি-২০ র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড চতুর্থ, তবে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ওশেনিয়া থেকে বাছাইয়ে উত্তীর্ণ হলে তারা বাদ পড়বে। ভারতের অবস্থান শীর্ষে, এশিয়ান বাকি দলের মধ্যে সাতে শ্রীলঙ্কা, পাকিস্তান আট, আফগানিস্তান নয় ও বাংলাদেশ ১০ নম্বরে রয়েছে। অলিম্পিকে ক্রিকেট সর্বশেষ ১৯০০ সালে অনমশর্ভুক্ত ছিল, যেখানে গ্রেট ব্রিটেন পুরুষদের একমাত্র ম্যাচে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল।

ওএফ

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর